বাঙালীস্তানের জন্য ভারতরাষ্ট্রের অন্তর্ভুক্ত বাঙালী অধ্যুষিত অঞ্চলগুলি হল-
১) পশ্চিমবঙ্গের সমগ্র ভুখন্ড
২) ত্রিপুরার সমগ্র ভুখন্ড
৩) ঝাড়খন্ড রাজ্যের-
ক) সমগ্র সাহেবগঞ্জ, গোড্ডা, পাকুড়, দুমকা, দেওঘর, জামতারা, ধানবাদ, বোকারো জেলাগুলি।
খ) রামগড় জেলার অন্তর্ভুক্ত রামগড় ব্লক, চিতরপুর ব্লক, ডুল্মি ব্লক ও গোলা ব্লক।
গ) রাঁচী জেলার অন্তর্ভুক্ত সিল্লি, বুন্দু, সোনাহাতু, তামার ব্লক, আঙ্গারা ব্লক ও রাহে ব্লক।
ঘ) খুনটি জেলার আরকি ব্লক।
ঙ) সমগ্র পূর্বি সিংভূম, পশ্চিম সিংভূম ও সরাইকেল্লা খরশোয়ান জেলাগুলি।
৪) বিহার রাজ্যের-
ক) কিষেণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত আড়ারিয়া মহকুমার পলাশী ব্লক।
খ) কাটিহার জেলার অন্তর্ভুক্ত বরাসই, বলরামপুর, অমরপুর, আমেদপুর, মুকুরিয়া, কুমেদপুর, বৈসি ব্লক, দুধনিয়া রেলষ্টেশন ও পরাণপুর ব্লকের হোনা পঞ্চায়েত।
৫) ওড়িষ্যা রাজ্যের -
ক) সুন্দরগড় জেলার (পূর্ব সুন্দরগড়) লোহানীপাড়া, কয়রা, রোনাই মহকুমার গুডুনড়িয়া ব্লকের চন্ডীপোশ ও বাঁকি পঞ্চায়েত, রাউরকেল্লা শহর ও পানপোশ মহকুমার অন্তর্ভুক্ত বিরসা ব্লকের লাঠি কাটা ও জলদা পঞ্চায়েত।
খ) কেওনঝড় জেলার (উত্তর কেওনঝড়) অন্তর্ভুক্ত চামপুয়া মহকুমার চামপুরি, জোড়া ও ঝুমপাড়া ব্লক, বালেশ্বর মহকুমার কাঁকসা, ভগরাই, চন্দনেশ্বর ও জলেশ্বর ব্লকের অর্ধাংশ।
গ) ময়ূরভঞ্জ জেলার (উত্তর-পূর্ব ময়ূরভঞ্জ) অন্তর্ভুক্ত পন্তীপশি মহকুমার ঠাকুরমুন্ডা সুকরুলি, ররুয়া, করঞ্জিয়া ও যোশিপুর ব্লক, বামুনঘাটা মহকুমার রায়রংপুর, তিড়িং, বহালদা, জামদা, কুসুমি, বিসই ও বিজাতলা ব্লক। বারিপদা মহকুমার রাজগোবিন্দপুর, বেতনটি ও সুলিপদা ব্লক।
৬) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমগ্র ভূখণ্ড
৭) অসম রাজ্যের-
ক) গোয়ালপাড়া জেলার সমগ্র
খ) ধূবড়ি জেলার সমগ্র
গ) কোকড়াঝড় জেলার সমগ্র
ঘ) বড়পেটা জেলার সমগ্র
ঙ) নওগাঁ জেলার অন্তর্ভুক্ত হোজাই, লঙ্কা, লামডিং
চ) মিকির পাহাড়ের সমতল অংশ।
৮) মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের সমতল অংশ।
লেখস্বত্ব © ২০২১ আমরা বাঙালী - সর্বস্বত্ত্ব সংরক্ষিত।