১) বাঙালীস্তান
ভারতীয় সংবিধানের প্রথম অধ্যায়ের ৩নং ধারায় পর পর কয়েকটি অনুচ্ছেদে বলা হয়েছে- কেন্দ্রীয় সংসদ প্রয়োজনে রজ্যগুলির সীমানা পূনর্গঠন এমনকি নোতুন নামে নোতুন রাজ্যও সৃষ্টি করতে পারে। এই তিন নং ধারাকে প্রয়োগ করেই পূর্ব-ভারতের বাঙালী অধ্যুষিত অঞ্চলগুলিকে নিয়ে বাঙালীস্তান নামক রাজ্য গঠন করতে হবে।
বাঙালীস্তানের জন্য ভারতরাষ্ট্রের অন্তর্ভুক্ত বাঙালী অধ্যুষিত অঞ্চলগুলি হল-
ক) পশ্চিমবঙ্গের সমগ্র ভুখন্ড
খ) ত্রিপুরার সমগ্র ভুখন্ড
গ) ঝাড়খন্ড রাজ্যের-
> সমগ্র সিংভুম
> রাঁচী জেলার অন্তর্ভুক্ত সিল্লি, জোনহা, বুন্দু, সোনাহাতু, তামার, আরকি ও আঙ্গারা ব্লকের ১৩টি পঞ্চায়েত।
> হাজারিবাগ জেলার অন্তর্ভুক্ত গোলা পেটারবর, জেরিডি, কাসমার ও দামোদরের দক্ষিণাংশ।
> সমগ্র ধানবাদ জেলা।
> সমগ্র বকারো জেলা।
> সাঁওতাল পরগণা জেলার জামতারা, দুমকা, গোড্ডা, দেওঘর, পাকুড়, রাজমহল (সাহেবগঞ্জ টাউন বাদে)
ঘ) বিহার রাজ্যের-
> কিষেণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত আড়ারিয়া মহকুমার পলাশী ব্লক।
> কাটিহার জেলার অন্তর্ভুক্ত বরাসই, বলরামপুর, অমরপুর, আমেদপুর, মুকুরিয়া, কুমেদপুর, বৈসি ব্লক, দুধনিয়া রেলষ্টেশন ও পরাণপুর
ব্লকের হোনা পঞ্চায়েত।
ঙ) ওড়িষ্যা রাজ্যের অন্তর্ভুক্ত-
> সুন্দরগড় জেলার (পূর্ব সুন্দরগড়) লোহানীপাড়া, কয়রা, রোনাই মহকুমার গুডুনড়িয়া ব্লকের চন্ডীপোশ ও বাঁকি পঞ্চায়েত, রাউরকেল্লা
শহর ও পানপোশ মহকুমার অন্তর্ভুক্ত বিরসা ব্লকের লাঠি কাটা ও জলদা পঞ্চায়েত।
> কেওনঝড় জেলার (উত্তর কেওনঝড়) অন্তর্ভুক্ত চামপুয়া মহকুমার চামপুরি, জোড়া ও ঝুমপাড়া ব্লক, বালেশ্বর মহকুমার কাঁকসা,
ভগরাই, চন্দনেশ্বর ও জলেশ্বর ব্লকের অর্ধাংশ।
> ময়ূরভঞ্জ জেলার (উত্তর-পূর্ব ময়ূরভঞ্জ) অন্তর্ভুক্ত পন্তীপশি মহকুমার ঠাকুরমুন্ডা সুকরুলি, ররুয়া, করঞ্জিয়া ও যোশিপুর ব্লক, বামুনঘাটা
মহকুমার রায়রংপুর, তিড়িং, বহালদা, জামদা, কুসুমি, বিসই ও বিজাতলা ব্লক। বারিপদা মহকুমার রাজগোবিন্দপুর, বেতনটি ও
সুলিপদা ব্লক।
চ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমগ্র ভূখণ্ড
ছ) অসম রাজ্যের অন্তরভুক্ত-
> গোয়ালপাড়া জেলার সমগ্র
> ধূবড়ি জেলার সমগ্র
> কোকড়াঝড় জেলার সমগ্র
> বড়পেটা জেলার সমগ্র
> নওগাঁ জেলার অন্তর্ভুক্ত হোজাই, লঙ্কা, লামডিং
> মিকির পাহাড়ের সমতল অংশ।
জ) মেঘালয় জেলার অন্তর্ভুক্ত গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের সমতল অংশ।
২) এন.ভি.এফ, এন.সি.সি, আধা মিলিটারি ও হোমগার্ডদের নিয়ে ভারতীয়
৩) সেনাবাহিনীর অধীনে বেঙ্গল রেজিমেন্টের পুনর্গঠন করতে হবে।
৪) বাঙালীস্তানের সমস্তরকম প্রতিষ্ঠানের নামের ফলকে প্রতিষ্ঠানের নাম বাংলাতে লিখতে হবে ও সবচেয়ে বড় আকারে বাংলাতেই লিখতে হবে।
৫) বাঙালীস্তানের সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ‘বাংলা’ বিষয় বাধ্যতামূলকভাবে রাখতে হবে।
৬) বাঙালীস্তানের সমস্ত সরকারি ও বেসরকারি দপ্তরে কাজের ভাষার মাধ্যম বাংলা করতে হবে।
৭) বাঙলা থেকে অর্থের বহিঃস্রোত বন্ধ করতে হবে।
৮) ১০০% বাঙালী যুবক-যুবতীর কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
৯) বাঙলার মাটি থেকে কাঁচামালের রপ্তানী বন্ধ করতে হবে।
১০) কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে।
১১) বাঙলায় পোস্ত চাষের আইনি বৈধতা দিতে হবে।
১২) অশ্লীল ও নগ্ন অ-সংস্কৃতি বন্ধ করে ঐতিহ্যমণ্ডিত বাঙলার সংস্কৃতির প্রতিষ্ঠা করতে হবে।
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.