বিংশ শতাব্দীর অন্যতম বরিষ্ঠ দার্শনিক শ্রী প্রাভাতরঞ্জন সরকার ১৯৫৯ খ্রিষ্টাব্দে সামাজিক-অর্থনৈতিক দর্শন প্রাউট-এর পঞ্চ মূল ভিত্তি প্রকাশের পর, দর্শনটিকে সর্বকৌনিক সুসন্তুলিত ও পূর্ণাঙ্গ রূপ দেওয়ার লক্ষ্যে ক্রমান্বয়ে পল্লবিত করেন ও দর্শনটির বাস্তবায়নের উদ্দেশ্যে সমাজ আন্দোলনের রূপরেখা প্রদান করেন।
দর্শনটি পাঠোদ্ধার করে ও সমাজে এর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করে সাতজন নমস্য ব্যষ্টি ১৩৭৫ বঙ্গাব্দের ৫ই বৈশাখ (ইং- ১৮ এপ্রিল ১৯৬৮ খ্রিষ্টাব্দে) প্রাউট দর্শন আধারিত সমাজ আন্দোলন পরিচালনার উদ্দেশ্যে ‘আমরা বাঙালী’ সংঘটন বাঙলার বুকে প্রতিষ্ঠা করেন।
সাতজন হলেন-
১) শ্রী ভূবন মজুমদার ( ত্রিপুরা )
২) শ্রী দেবব্রত দত্ত ( ত্রিপুরা )
৩) শ্রী তাপস ব্যানার্জী ( কলিকাতা, পশ্চিমবঙ্গ )
৪) শ্রী প্রভাত খাঁ ( হুগলী, পশ্চিমবঙ্গ )
৫) শ্রী শান্তিরঞ্জন পাইন ( কলিকাতা, পশ্চিমবঙ্গ )
৬) শ্রী শৈলেন্দ্রনাথ সরকার ( হওড়া, পশ্চিমবঙ্গ )
৭) শ্রী শঙ্কর গঙ্গোপাধ্যায় ( কলিকাতা, পশ্চিমবঙ্গ )
লেখস্বত্ব © ২০২১ আমরা বাঙালী - সর্বস্বত্ত্ব সংরক্ষিত।