পঞ্চ-মূল প্রয়োগভৌমিক নীতি
- কোন ব্যষ্টিই সামবায়িক সংস্থার (collective body) সুস্পষ্ট অনুমতি ও অনুমোদন ছাড়া ভৌতিক সম্পদ সঞ্চয় করতে পারবে না।
- বিশ্বের যাবতীয় জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক স্মপদের সর্বাধিক উপযোগ গ্রহণ করতে হবে, ও যুক্তিসঙ্গত বন্টন করতে হবে।
- মানব সমাজের মধ্যে ব্যষ্টিগত ও সমষ্টিগত যত প্রকার আধিভৌতিক, আধিদৈবিক ও আধ্যাত্মিক সম্পদ আছে, সব কিছুরই সর্বাধিক উপযোগ গ্রহণ করতে হবে।
- জাগতিক, মানসিক, আধিভৌতিক ও আধ্যাত্মিক উপযোগ সমূহের মধ্যে সুনির্দিষ্ট বিবেচনা ও সামঞ্জস্য থাকা অবশ্য প্রয়োজনীয়।
- দেশ-কাল-পাত্রের পরিবর্তন অনুযায়ী সমগ্র উপযোগ নীতির পরিবর্ত্তন হতে পারে, আর এই উপযোগ হবে প্রগতিশীল স্বভাবের।